আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, ২০১৭ সালে তার দেশের ওপর আরোপিত অবরোধ একটি নিরর্থক কূটনৈতিক সংকটের মোকাবিলা করে তার সার্বভৌমত্ব রক্ষা করেছে।গতকাল শুক্রবার জার্মানির মিউনিখে এক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেছেন ।সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি দেশ গত বছরের জুনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ও মিসর কাতারের ওপর স্থল, নৌ ও আকাশপথের অবরোধ আরোপ করে।
গতকাল শুক্রবার জার্মানির মিউনিখ শহরের এক নিরাপত্তা সম্মেলনে কাতারের আমির বলেন, আমাদের প্রতিবেশিদের তৈরি করা এই সংকট ছিল একটা নিরর্থক প্রচেষ্টা।এই প্রতিবেশিদের কেউ কেউ আঞ্চলিক ক্রীড়নক, যাদেরকে একসময়ে বৈশ্বিক পর্যায়ের স্থিতিশীলতার ফ্যাক্টর বলে বিশ্বাস করা হতো।আমাদের জনগণের ওপর আরোপিত এই অবৈধ ও আগ্রাসী অবরোধের ফলাফল নিস্ক্রিয় করে দিয়ে কাতার নিজের সার্বভৌমত্ব রক্ষা করেছে। এই ব্যর্থ অবরোধ দেখিয়ে দিয়েছে, একটি ছোট রাষ্ট্র কিভাবে কূটনীতি ও কৌশলগত অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে বড় ও উচ্চাকাঙ্ক্ষী প্রতিবেশিদের আগ্রাসী ঝড় মোকাবিলা করতে পারে।বলেন, মধ্যপ্রাচ্য একটি কিনারায় দাঁড়িয়ে আছে। এখান থেকে ফেরার সময় হয়েছে।আমাদের সবাই বিশেষ করে যাদের বেশি ক্ষমতা ও সম্পদ আছে তাদের সংঘর্ষের সমাধানের দায়িত্ব আছে।এই ধরনের লক্ষ্য পূরণে মধ্যপ্রাচ্যের বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য দরকার হবে।