News71.com
 International
 17 Feb 18, 12:36 PM
 116           
 0
 17 Feb 18, 12:36 PM

চীনের ব্যাংক থেকে আরও ৫০ কোটি ডলার ঋণ নিচ্ছে পাকিস্তান।

চীনের ব্যাংক থেকে আরও ৫০ কোটি ডলার ঋণ নিচ্ছে পাকিস্তান।

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নার (আইসিবিসি) সঙ্গে ৫০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান।সাড়ে চার শতাংশ সুদে এই ঋণের জন্য গত ১৫ জানুয়ারি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়।গত বছর জুনে সংসদে অনুমোদন হওয়া পাকিস্তানের চলতি অর্থবছরের বাজেটের ৮৬ শতাংশ ছিল বৈদেশিক ঋণ।গত সাতমাসে চীনের কাছ থেকে ১৬০ কোটি ডলার ঋণ নিয়ে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে পাকিস্তান।এছাড়া একই সময়ে প্রকল্প ব্যয় হিসেবে বেইজিং পাকিস্তানকে ৬১ কোটি ডলার দিয়েছে।


গত বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসায় চীনের কাছ থেকে ঋণ সংগ্রহে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। গত বছরের অক্টোবরে প্রথমবারের মতো আইসিবিসির কাছ থেকে কোটি কোটি ডলার ঋণ নেয় পাকিস্তান। এবারের ঋণ নিয়ে দ্বিতীয়বারের মতো একইব্যাংকের কাছ থেকে ঋণ নিলো পাকিস্তান।গত ডিসেম্বরে পাকিস্তানেরে মোট বৈদেশিক ঋণ ও দায়ের পরিমাণ দাঁড়ায় ৮ হাজার ৮৯০ কোটি ডলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন