আন্তর্জাতিক ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণ-পশ্চিম মেক্সিকোয়। ছয় মাসের ব্যবধানে এটি দেশটিতে তৃতীয় বড় ভূমিকম্প। ইউএসজিএস এর তথ্যমতে,৭.২ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ওজাকা রাজ্যের পিনোটেপা ডি ডন লুইস। যার গভীরতা ছিল ২৪.৬ কিলোমিটার। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বর মাসের দুই ভূমিকম্পে মেক্সিকোর দুই শতাধিক মানুষ প্রাণ হারায়।