আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এবং বিরোধী দলের নেতৃস্থানীয় আবদুল মোনেইম আবুল ফোতোহকে গ্রেফতার করেছে পুলিশ। মুসলিম ব্রাদারহুড গ্রুপের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশাসন তাকে ১৫ দিনের জন্য কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।এ সময় কারাগারের ভেতরে বা বাইরে ভুয়া খবর প্রকাশ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
মিসরের আইনজীবী সামির সাবরির করা মামলার কয়েকদিনে মাথায় আবুল ফোতোহকে গ্রেফতার করা হলো।লন্ডনে আল জাজিরার এক টেলিভিশন শোতে আবুল ফোতোহকে দেখার পর ওই আইনজীবী তাকে গ্রেফতারের আহ্বান জানিয়েছিলেন।সামির সাবরি অভিযোগ করেছেন যে, আবুল ফোতোহ ভুয়া খবর প্রচার করেছেন এবং তিনি দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে হেয় করেছেন।