News71.com
 International
 16 Feb 18, 06:03 AM
 121           
 0
 16 Feb 18, 06:03 AM

ইয়েমেনকে ভেঙে ভাগ করে নিতে চায় সৌদি ও আমিরাত ।। ইয়েমেনি প্রধানমন্ত্রী  

ইয়েমেনকে ভেঙে ভাগ করে নিতে চায় সৌদি ও আমিরাত ।। ইয়েমেনি প্রধানমন্ত্রী   

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ হাবতুর বলেছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনকে দুই অংশে ভাগ করে নিজেদের ভূখণ্ডের সাথে যুক্ত করতে চায়। ইয়েমেনের প্রধানমন্ত্রী বলেন, উত্তর ইয়েমেনকে সৌদি আরব এবং দক্ষিণ ইয়েমেনকে আরব আমিরাত দখলে নিয়ে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণার পরিকল্পনা করেছে।জাতিসংঘ মহাসচিবের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি ইসমাইল ওয়ালাদ শেইখের তৎপরতা সম্পর্কে তিনি বলেন, ওই প্রতিনিধি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতেন না।আগ্রাসী দেশগুলোর তৈরি করা রিপোর্টই তিনি জমা দিতেন।


ইরান থেকে ইয়েমেন কোনো ক্ষেপণাস্ত্র পেয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ইয়েমেন কখনোই ইরান থেকে কোনো ক্ষেপণাস্ত্র পায়নি। ২০১৫ সালের মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাত ও আমেরিকার সহযোগিতায় সৌদি আবর ব্যাপক আগ্রাসন চালিয়ে আসছে। চলমান আগ্রাসনে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন