News71.com
 International
 16 Feb 18, 12:19 PM
 157           
 0
 16 Feb 18, 12:19 PM

কয়েক বছরের মধ্যেই চীনকে টপকে যাবে ভারত।

কয়েক বছরের মধ্যেই চীনকে টপকে যাবে ভারত।

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বাস করা কঠিন হলেও, মার্কিন বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন বছর কয়েকের মধ্যেই বিশ্বের অর্থনীতিতে আধিপত্য বিস্তার করবে ভারত। ২০৩০-এর মধ্যেই চীনকে ছাপিয়ে যাবে উন্নয়নশীল ভারত।আর পিছিয়ে থাকবে চীন।মার্কিন অর্থনীতিবিদদের ওই রিপোর্টে বলা হয়েছে, ২০২০-র পর থেকে ভারতের উত্থান হবে চোখে পড়ার মত।আর চীনের ভাগ্য ক্রমশই দুর্গতির পথে এগোবে।২০৩০-এর পর ভারত হয়ে উঠবে বিশ্বের পাওয়ার হাউস ঠিক যেমনটা ছিল ১৫০০ শতকের আগে।গ্লোবাল ট্রেন্ডস ২০৩০ অলটারনেটিভ ওয়ার্ল্ডস শিরোনামে এই রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন ন্যাশনাল ইনটেলিজেন্স কাউন্সিল।তাদের আরো দাবি, পাকিস্তানের হয়ত আর অস্তিত্বই থাকবে না ওই সময়ে।

রিপোর্টে বলা হচ্ছে, ২০২০-র পর থেকে ক্রমশ অর্থনৈতিক অবনতি হবে চীনের।বর্তমানে চীন, ভারতের থেকে অনেকটাই এগিয়ে।তবে ২০৩০-এ এই ফারাক কমবে অনেকটাই।বিশেষজ্ঞদের মতে, ঠিক যেমন চীনকে বর্তমানে অর্থনীতির শিখরের দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে, আজ থেকে ১২ বছর পর সেই জায়গায় দেখা যাবে ভারতকে।বর্তমানে চীনের অর্থনৈতিক বৃদ্ধির হার ৮-১০ শতাংশ। ১২ বছর পর এটা নাকি নিছকই স্মৃতিতে পরিণত হবে।গত বছরই বিদেশি বিনিয়োগ টানতে চীনকে পেছনে ফেলে দেয় ভারত।সেকথা স্বীকারও করে নিয়েছে বেইজিং।তারা স্বীকার করে, বিদেশি বিনিয়োগ টানায় ভারত অনেক এগিয়ে গিয়েছে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির ফলে সেদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন