আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে গরু পাচার বন্ধ করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদক্ষেপ নিতে অনুরোধ জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা হংসরাজ আহির। গতকাল বৃহস্পতিবার হায়দরাবাদের রাজেন্দ্রনগরের এক অনুষ্ঠানে বলেন,গরু বিভিন্ন দিক থেকে খুবই উপকারী একটি প্রাণী। গরুর মূত্র থেকে ওষুধ তৈরি হয়। আমি খুব অবাক হই যে,যখন আমি দেখি যে একটা বিশাল সংখ্যক গরু পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে অনুরোধ জানাবো যে এই ধরনের অবৈধ কাজটা যেন এখনই বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করা হয়। এদেশে গরু সুরক্ষা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং প্রত্যেক ভারতবাসীই এ ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন।
গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা কার্যকর না হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,দেশ জুড়ে গরু জবাই এরইমধ্যে অবৈধ বলে ঘোষনা দেওয়া হয়েছে। দেশের ২৯টি রাজ্যের মধ্যে ২৪টিতেই গরু বিক্রি ও জবাইয়ের ওপর বিভিন্ন বিধিনিষেধ জারি রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সেটা কার্যকর করা হচ্ছে না। ভারতের সংস্কৃতিতে গরু একটা বিশেষ জায়গা ধারণ করে। গরুকে রক্ষা করাটা কেবল হিন্দুদের দায়িত্ব নয়,বরং সমগ্র দেশবাসীকে এই কাজে এগিয়ে আসতে হবে।
রাজেন্দ্রনগরের গগনপাহাড়ে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় গোশালা সত্যম শিবম সুন্দরম গৌ নিবাস। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,কেবল স্লোগান দিয়ে কিংবা মানুষকে সতর্ক করে বা গালিগালাজ দিয়ে,মারধর করে বা মানুষ হত্যা করে কখনও গো হত্যা বা গরু জবাই বন্ধ করা যাবে না। মানুষকে খুব শান্ত ভাবে গরুর উপকারিতা ও তার গুরুত্ব বোঝাতে হবে। ত্রিপুরায় গরু পাচারকারীদের হাতে বিএসএফ জওয়ানের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হংসরাজ আহির আরও বলেন,পবিত্র গরুকে রক্ষা করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে। আমরা প্রতিটি মানুষের কাছে গিয়েছি এবং আমি খুব খুশি যে প্রত্যেক ভারতবাসীর প্রচেষ্টার কারণে দেশে গো হত্যা,গরু জবাই ও গরু পাচারের সংখ্যা বর্তমানে অনেকটাই কমেছে।