News71.com
 International
 15 Feb 18, 08:00 AM
 125           
 0
 15 Feb 18, 08:00 AM

ভারতের বেঙ্গালুরুতে বহুতল ভেঙে নিহত ৪ জন।।

ভারতের বেঙ্গালুরুতে বহুতল ভেঙে নিহত ৪ জন।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বেঙ্গালুরুতে বহুতল ভেঙে মারা গেল কমপক্ষে ৪ জন৷ আহত হয়েছে বহু৷এখনও বহুতলে আরও ১৭ জন আটকে পড়ে আছে৷ আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুর কাসুভানাহাল্লির সরজাপুরে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে৷ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ ওই বহুতলে এখনও নির্মাণ কাজ চলছিল৷ শ্রমিকরা বহুতলের ভিতরেই ছিল৷এখনও অবধি ৯ জন শ্রমিককে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে৷আটকে রয়েছে আরও ১৭ জন শ্রমিক৷ বেঙ্গালুরু পুলিশ বলছে,বাড়ির মালিককে তিন তলা অবধি বাড়ির করার অনুমতি দেওয়া হয়েছিল৷কিন্তু মালিক আরও দুটি তল অতিরিক্ত বানিয়ে ফেলেছে৷যার জেরে বহুতলটি ভেঙে পড়ে৷ বাড়ির মালিক কেরালায় থাকে৷এই মুহূর্তে মালিক শহরের বাইরে রয়েছে৷তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন