News71.com
 International
 15 Feb 18, 07:11 AM
 146           
 0
 15 Feb 18, 07:11 AM

পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে ভারতীয় সেনা কর্মকর্তা আটক ।।

পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে ভারতীয় সেনা কর্মকর্তা আটক ।।

আন্তর্জাতিক ডেস্কঃ হানিট্র্যাপে পা দিয়ে সম্প্রতি পাকিস্তানকে তথ্যপাচার করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের বিমান বাহিনীর এক অফিসার। এবার ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট কর্নেলকে আটক করা হল সেই পাকিস্তানি গুপ্তচরবৃত্তির অভিযোগেই। ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ বিশেষ সূত্রে জানাগেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে কর্মরত ওই সেনা অফিসারের গুপ্তচরবৃত্তির খবর জানতে পারেন ভারতীয় গোয়েন্দারা। তার ভিত্তিতেই জব্বলপুর থেকে ওই লেফটেন্যান্ট কর্নেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই সেনা অফিসার হানি-ট্র্যাপের শিকার বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। উল্লেখ্য সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক বিমানবাহিনী অফিসারও সুন্দরী যুবতীর সঙ্গে সেক্স-চ্যাট করার বিনিময়ে ভারতীয় বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য বিলিয়েছেন। ওই রমণী যে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়েরই এজেন্ট, তিনি ঘুণাক্ষরেও বোঝেননি। ফলে হানিট্র্যাপে পা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন