News71.com
 International
 15 Feb 18, 12:52 PM
 111           
 0
 15 Feb 18, 12:52 PM

পেরুতে কিশোর আটক কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫ আহত ৩০।।

পেরুতে কিশোর আটক কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫ আহত ৩০।।

আন্তর্জাতিক ডেস্কঃ পেরুর উত্তরাঞ্চলী ট্রুজিলো নগরীতে একটি কিশোর আটক কেন্দ্রে গতকাল বুধবার অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু ও আরও ৩০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির পুলিশ এ কথা জানায়। বিদ্রোহ চলাকালে কারাগারে আগুন ছড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা হেলবার ওর্দোনেজ বলেন,সেখানে আগুনের ঘটনায় ‘এখন পর্যন্ত আমরা পাঁচ জনের মৃত্যুর খবর পেয়েছি। এদের সকলেই শিশু। আমরা বর্তমানে ঘটনাস্থলেই রয়েছি। সেখানে বিদ্রোহের ঘটনা ঘটে জানিয়ে তিনি আরও বলেন,কিছু বন্দি এ কারাগারের একটি অংশে আগুন ধরিয়ে দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। জরুরি বিভাগের কর্মকর্তার বরাতে সূত্র জানায়,এতে অপর ৩০ বন্দি দগ্ধ হয়। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে এ কিশোর আটক কেন্দ্রে কতজন বন্দি ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন