News71.com
 International
 15 Feb 18, 12:04 PM
 140           
 0
 15 Feb 18, 12:04 PM

বৃহস্পতিবার আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে অনাস্থা ভোট।

বৃহস্পতিবার আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে অনাস্থা ভোট।

 

আন্তর্জাতিক ডেস্কঃ কিছুতেই পদত্যাগে রাজি করা যায়নি তাকে।তাই ক্ষমতা থেকে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ক্ষমতা থেকে উৎখাত করার সিদ্ধান্ত নিল তার নিজের দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)।আগামীকাল বৃহস্পতিবার আনা হবে এই অনাস্থা।এএনসির ট্রেজারার জেনারেল পল মাশাতিলে বুধবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জুমাকে ক্ষমতা থেকে হটানোর জন্য আমরা অনাস্থা ভোট করার সিদ্ধান্ত নিয়েছে।এরই মধ্যে আমরা চিফ হুইপকে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু করতে বলেছি।


জুমাকে সরিয়ে দেবার পর সিরিল রামাফোসা হবেন দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রেসিডেন্ট একথা জানিয়ে পল মাশাতিলে বলেন, ক্ষমতা থেকে মানে মানে সরে দাঁড়াবার জন্য বুধবার পর্যন্ত জ্যাকব জুমার শেষ সুযোগ।আজ বুধবারের মধ্যে সরে না দাঁড়ালে আমরা তাকে অনাস্থার মাধ্যমে সরিয়ে দেব।শত চেষ্টা করলেও জ্যাকব জুমা অনাস্থা ভোটে টিকতে পারবেন না।কেননা পার্লামেন্টে এএনসি বিপুল সংখ্যাগরিষ্ঠ।উল্লেখ্য, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থপাচারের একাধিক অভিযোগ আদালতে প্রমাণিত হবার পর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সভাপতির পদ হারিয়েছেন।কিন্তু দলের নেতাদের বারংবার অনুরোধ সত্ত্বেও প্রেসিডেন্ট পদ থেকে সরে দাড়াচ্ছেন না জ্যাকব জুমা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন