News71.com
 International
 14 Feb 18, 07:22 AM
 132           
 0
 14 Feb 18, 07:22 AM

লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় ২৩ নিহত জন।

লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় ২৩ নিহত জন।

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ায় আজ বুধবার এক বাস দুর্ঘটনায় অন্তত ২৩ অভিবাসী নিহত ও শতাধিক আহত হয়েছে।বনি ওয়ালিদ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।ট্রাকটিতে তিনশ’রও বেশি অভিবাসী ছিলো।বাসটি লিবিয়ার দক্ষিন-পূর্ব অঞ্চল থেকে উত্তর অঞ্চলের দিকে যাচ্ছিলো।বাসটি হঠাৎ ব্রেক ফেল করে খাদে পড়ে যায়,ঘটনা এস্থানে ১৯ জন নিহত হয় পরে হাসপাতালে নেওয়ার পর ৪ জন নিহত হয়।বেশ কয়েক জনের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছে হাসপাতাল ডাক্তাররা।তাদের বেশিরভাগই ইরিত্রিয়ান ও সোমালির নাগরিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন