News71.com
 International
 14 Feb 18, 06:19 AM
 175           
 0
 14 Feb 18, 06:19 AM

আগামী ১৬ ফেব্রুয়ারি আংশিক সূর্য গ্রহণ ।। বাংলাদেশে দেখা যাবে না  

আগামী ১৬ ফেব্রুয়ারি আংশিক সূর্য গ্রহণ ।। বাংলাদেশে দেখা যাবে না   

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ১৬ ফেব্রুয়ারি শুক্রবার আংশিক সূর্য গ্রহণ ঘটবে।ওইদিন ১২ টা ৫৬ মিনিট বিএসটিতে গ্রহণ শুরু হয়ে ৪টা ৪৭ মিনিট বিএসটিতে শেষ হবে। তবে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, জলবায়ু মহাশাখার বরাত দিয়ে আজ বুধবার এ তথ্য জানিয়েছে। আইএসপিআর আরো জানায়,সর্বোচ্চ গ্রহণ ২টা ৫১ মিনিট ২৪ সেকেন্ড বিএসটিতে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৫৯৮।

আইএসপিআর জানিয়েছে, অ্যান্টার্কটিকার সয়া স্টেশনের উত্তর-পূর্বে দক্ষিণ মহাসাগরে আগামী ১৬ ফেব্রুয়ারি স্থানীয় মান সময় ভোর ৪টা ৩৩ মিনিট ৪৭ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে আর্জেন্টিনার রোকে পেরেজ শহরের উত্তর-পূর্বে আগামী ১৫ ফেব্রুয়ারি স্থানীয় মান সময় সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট ৫৭ সেকেন্ডে শেষ হবে। অ্যান্টার্কটিকার ন্যুমায়ের স্টেশনের উত্তর-পশ্চিমে আগামী ১৫ ফেব্রুয়ারি স্থানীয় মান সময় রাত ৯টা ২৭ মিনিট ২৪ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এ স্থানেই গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৫৯৮।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন