News71.com
 International
 14 Feb 18, 03:43 AM
 192           
 0
 14 Feb 18, 03:43 AM

ভারতে প্রাথমিক পাঠ্যসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীবন কাহিনি পড়ানোর নির্দেশ।  

ভারতে প্রাথমিক পাঠ্যসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীবন কাহিনি পড়ানোর নির্দেশ।   

আন্তর্জাতিক ডেস্কঃ মহাত্মার কথাও যেমন পড়তে হবে তেমনই পড়ানো হবে মোদীর কথা৷এমনই সিদ্ধান্ত রাজ্য সরকারের৷সেই মোতাবেক লক্ষাধিক বই কেনা হচ্ছে৷অভিনব এই পদক্ষেপ নিচ্ছে মহারাষ্ট্র সরকার৷বিজেপি পরিচালিত এই রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের আগে বিষয়টি নিয়ে শুরু হচ্ছে বিতর্ক৷শুধু মোদীই নন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনীও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে৷এর জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের অনুমোদন এসে গিয়েছে৷এরপরেই নড়েচড়ে বসেছে রাজ্য শিক্ষা দফতর৷দেড় লক্ষ বইয়ের অর্ডার দেওয়া হয়েছে৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী অবশ্যপাঠ্য হচ্ছে সরকারি বিদ্যালয়ে৷প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোদীর জীবনী পড়ানো হবে৷এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ শুধু মোদীই নন জীবনী পাঠ্যের তালিকায় আছেন শিবাজী, মহাত্মা গান্ধী, নেহরু, বি আর আম্বেদকর ও জ্যোতিরাও ফুলের মতো ব্যক্তিত্ব৷তবে অনেকেই মনে করছেন নরেন্দ্র মোদীকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার বিষয়টি বেশ চমকপ্রদ৷মোদীর জীবনী হিসেবে ১,৪৯,৯৫৪টি বই কিনতে চলছে সরকার৷বিজেপি দাবি করে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন ঘটনাবহুল৷তিনি জীবন শুরু করেছিলেন চা বিক্রেতা হিসেবে৷দরিদ্র পরিস্থিতি মোকাবিলা করে রাজনৈতিক জীবনে সফলতার শিখরে উঠছেন৷ আরও দাবি করা হয়, মোদী এই মুহূর্তে আন্তর্জাতিক দুনিয়ায় অন্যতম পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন