আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন এক বিচারক গতকাল মঙ্গলবার ড্রিমার কর্মসূচি বন্ধ ঘোষনা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ ঠেকিয়ে দিয়েছেন। এর আগে তার আবেদনটির বিরুদ্ধে অপর একজন বিচারক রুল জারি করেন। শিশু অবস্থায় যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এই ড্রিমার কর্মসূচি যেসব অভিবাসীকে বহিষ্কার করা থেকে রক্ষা করে আসছে।ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস অথবা ডিএসিএ কর্মসূচি বাতিলের বিরুদ্ধে জানুয়ারি মাসে সানফ্রান্সিসকোর একজন ফেডারেল বিচারক রুল জারি করার পর দ্বিতীয় এই বিচারক ট্রাম্পের নির্দেশ ঠেকিয়ে দিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প সেপ্টেম্বর মাসে ডিএসিএ কর্মসূচি বাতিলের কথা জানান।তবে কংগ্রেসের সমর্থন পাওয়ার জন্যে তাকে মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।কর্মসূচিটি অনানুষ্ঠানিকভাবে ড্রিমার্স হিসেবে পরিচিত।এই কর্মসূচির আওতায় প্রায় ৬ লাখ ৯০ হাজার ড্রিমার নিবন্ধিত হয়েছে এবং আরো প্রায় ১১ লাখ এই কর্মসূচির আওতাভূক্ত হওয়ার জন্য উপযুক্ত হয়েছে।আদালত পর পর দুটি রুলের ফলে অস্থায়ীভাবে ডিএসিএ কর্মসূচি অব্যাহত রাখা যাবে।