News71.com
 International
 14 Feb 18, 01:34 AM
 216           
 0
 14 Feb 18, 01:34 AM

শিকাগোতে বন্দুক হামলায় উচ্চপদস্থ এক পুলিশ কমান্ডার নিহত।।  

শিকাগোতে বন্দুক হামলায় উচ্চপদস্থ এক পুলিশ কমান্ডার নিহত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ শিকাগোর কেন্দ্রস্থলে গতকাল মঙ্গলবার বন্দুক হামলায় উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বুধবার কর্তৃপক্ষ এ কথা জানায়। জানা যায়,একটি সরকারি ভবনে এক ব্যক্তি সাথে বন্দুকযুদ্ধে ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। ওই লোকটি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। খবরে বলা হয়,৫৩ বছর বয়সী কমান্ডার পল বাউয়ার হামলাকারীর গুলির আঘাতে মারাত্মকভাবে আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা নেয়ার সময় তার মৃত্যু হয়। পুলিশ প্রধান এডি জনসন জানান,সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

এক সংবাদ সম্মেলনে জনসন বলেন,আমাদের জন্য আজ একটি কঠিন দিন। নিরাপত্তা বাহিনীর টহল দল গতকাল মঙ্গলবার বিকেলের দিকে এক ব্যক্তিকে এগিয়ে আসতে দেখে। লোকটির কর্মকাণ্ডে সন্দেহ হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হলে সে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। শিকাগোর গুরুত্বপূর্ণ সরকারি ভবন থমসন সেন্টারের নিচ তলায় এ বন্দুকযুদ্ধ হয়। এ ভবনটিতে বিভিন্ন সংস্থার অনেক অফিস রয়েছে। ইলিনয় গভর্নর ব্রুস রনার টুইটারে এক বার্তায় বলেন,আজ থমসন সেন্টারে বন্দুকযুদ্ধে নিহত কর্মকর্তার পরিবার ও সহকর্মীদের প্রতি আমরা শোক ও সমবেদনা জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন