News71.com
 International
 14 Feb 18, 12:13 PM
 320           
 0
 14 Feb 18, 12:13 PM

বিধ্বংসী পরমাণু বোমা বানাচ্ছে পাকিস্তান।।মার্কিন সিনেটের তথ্য

বিধ্বংসী পরমাণু বোমা বানাচ্ছে পাকিস্তান।।মার্কিন সিনেটের তথ্য

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান বেশ কিছুদিন আগেই পরমাণু বোমা তৈরি করেছে। এবার নতুন করে বিধ্বংসী পরমাণু বোমা তৈরি করছে পাকিস্তান। সম্প্রতি মার্কিন সিনেটে এ তথ্য প্রকাশিত হয়েছে। সিনেটের শুনানিতে বলা হয়,পাকিস্তান নতুন ধরনের পরমাণু বোমা নির্মাণে কাজ করছে। এছাড়া রয়েছে স্বল্পপাল্লার কৌশলগত সমরাস্ত্র,সাগরে কার্যকর ক্রুজ মিসাইল,আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল এবং দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল।

মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ডান কোটস গতকাল মঙ্গলবার এ বিষয়ে বলেছেন,পাকিস্তান নতুন করে পরমাণু অস্ত্র তৈরি করতে যাচ্ছে। যার মধ্যে স্বল্প দূরত্বের কৌশলগত একটি অস্ত্র রয়েছে। মার্কিন সিনেটে বিশ্বব্যাপী হুমকি ও ঝুঁকি নিয়ে গতকাল মঙ্গলবার একটি শুনানি অনুষ্ঠিত হয়। এ শুনানিতে এসব তথ্য তুলে ধরেন কোটস। ডান কোটস আরো বলেন,পাকিস্তান নিয়মিতভাবে পারমাণবিক অস্ত্র উদ্ভাবন করছে। যেটি ওই অঞ্চলের অস্থিরতার নতুন কারণ হতে পারে। তিনি বলেন,যেসব দেশের হাতে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র আছে- তাদের মধ্যে উত্তর কোরিয়া অন্যতম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন