আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের অবরোধের কারণে গাজা উপত্যকার বাইরে চিকিৎসা নিতে না পেরে গত এক বছরে ৫৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ওই রোগীদের চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার অনুমতি দেয়নি ইসরাইল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো গাজা উপত্যকার ওপর কয়েক দশকের অবরোধ উঠিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছে। তারা জানায়,ইসরাইলের কাছে চিকিৎসার অনুমতি চেয়ে গত বছরে যেসব আবেদন পড়েছিল,তাদের অর্ধেক রোগী প্রত্যাখ্যাত হয়েছেন। ২০০৮ সালের পর রোগীদের চিকিৎসা নিতে এত কম অনুমোদন দেয়ার ঘটনা আর কখনও ঘটেনি। চিকিৎসা নিতে ইসরাইলের কাছে ২৫ হাজার আবেদন পড়লে,তাদের মধ্যে ৭১৯ জনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ১১ হাজার ২৮১টি আবেদন স্থগিত রাখা হয়েছে। তাদের এখনও অনুমোদন দেয়া হয়নি। চিকিৎসার অনুমতি নিতে না পারায় কয়েক হাজার রোগী ঝুঁকিতে রয়েছেন।