আন্তর্জাতিক ডেস্কঃ সিনাই উপদ্বীপে মিশরীয় সেনাবাহিনীর অভিযানে ১০ জঙ্গি নিহত হয়েছে। এর সঙ্গে ৪০০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আজ এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন দেশটির সেনাবাহিনী,গ্রেপ্তারদের মধ্যে বিদেশিরাও রয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্রের বক্তব্য অনুযায়ী,গত শুক্রবার থেকে ‘সন্ত্রাসী ও অপরাধী উপাদান ও সংগঠনগুলোর’ বিরুদ্ধে দেশজুড়ে বড় ধরনের নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে,অভিযানে সেনাবাহিনী ও পুলিশ অংশ নিচ্ছে। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী,অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৮ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।