আন্তর্জাতিক ডেস্কঃ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-র দ্বিতীয় শীর্ষ নেতা খালিদ মেহসুদ মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন। টিটিপি এক বিবৃতিতে মেহসুদের মৃত্যুর খবর নিশ্চিত করে। গত বৃহস্পতিবার মার্কিন ড্রোন হামলায় আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে বেশ কয়েকজন সঙ্গীসহ নিহত হন মেহসুদ। পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সক্রিয় তালেবান জঙ্গিরা মেহসুদের মৃত্যুতে আরও দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। খান সাইদ সাজনা নামেও পরিচিত ছিলেন মেহসুদ। ওই অঞ্চলে তথাকথিত ইসলামিক স্টেটের নেতা হাফিজ সাইদ খান নিহত হওয়ার পর মেহসুদই হচ্ছেন শীর্ষ কোনো জঙ্গি নেতা যিনি নিরাপত্তাবাহিনীর হামলায় প্রাণ হারালেন। মেহসুদের নেতৃত্বে জঙ্গি গ্রুপটি দক্ষিণ ওয়াজিরিস্তানে বিভিন্ন সেনা অবস্থানে হামলা চালায়। এমনকি পাকিস্তানের অন্যান্য স্থানেও হামলার পরিমাণ বৃদ্ধি করেছিল টিটিপি। বিভিন্ন সময় আত্মঘাতী বোমা ও অন্য হামলার জন্য দায়ী মনে করা হয় টিটিপিকে।