News71.com
 International
 14 Feb 18, 11:24 AM
 154           
 0
 14 Feb 18, 11:24 AM

ফের উত্তপ্ত চীন সাগর, মার্কিনীদের পর এবার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য।।

ফের উত্তপ্ত চীন সাগর, মার্কিনীদের পর এবার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য।।

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও উত্তপ্ত হয়ে উঠছে চীন সাগর। আর তারই জের ধরে এবার ব্রিটিশ রয়্যাল নেভির একটি যুদ্ধজাহাজ আগামী মাসে দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে চলাচল করবে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন। গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এ ব্যাপারে এক সাক্ষাৎকারে উইলিয়ামসন বলেছেন,যুদ্ধজাহাজ এইচএমএস সাদারল্যান্ড অস্ট্রেলিয়া ভ্রমণের পর দক্ষিণ চীন সাগরে যাবে। তিনি বলেন,ফেরার পথে জাহাজটি দক্ষিন চীন সাগরের মধ্য দিয়ে আসবে। আমাদের নেভির যে ওই পথ ব্যবহারের অধিকার আছে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতেই এই কাজ করব। তবে বিতর্কিত কোনো জলসীমার ১২ নটিক্যাল মাইলের মধ্যে জাহাজটি আসবে কিনা তা জানাতে পারেনি পত্রিকাটি। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন,আন্তর্জাতিক আইন অনুযায়ী সব দেশেরই দক্ষিন চীন সাগরে নৌযান ও তার উপর দিয়ে বিমান চালানোর অধিকার রয়েছে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। দক্ষিণ চীন সাগর পরিস্থিতিরও ক্রমশ উন্নতি হচ্ছে। আমরা আশা করব সংশ্লিষ্ট সব দেশ,বিশেষ করে ওই অঞ্চলের বাইরের দেশগুলো আঞ্চলিক দেশগুলোর উদ্যোগকে সম্মান দেখাবে। উল্লেখ্য,ব্রিটেনের কর্মকর্তারা আরও ছয়মাস আগে এই অভিযানের পরিকল্পনা করেছেন। ওই সমুদ্র অঞ্চলের বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়ে আসছে চীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন