News71.com
 International
 26 Mar 18, 11:20 AM
 145           
 0
 26 Mar 18, 11:20 AM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গকে দেখে সরকার চালাতে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গকে দেখে সরকার চালাতে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গকে দেখে সরকার চালাতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগরে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।মঞ্চে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বলেন, পশ্চিমবঙ্গে এখন উন্নয়নের জোয়ার বইছে।এই রাজ্যে আমরা যা করেছি, তা আগে কেউ করে দেখাতে পারেনি। আজ পশ্চিমবঙ্গ ১০০ দিনের কাজে এক নম্বর।কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন,কেন্দ্র টাকা দেয় না, মুখে বড়বড় কথা বলে।আজ দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে।মোদীর সরকারের আমলে আজ ব্যাংকে টাকা সুরক্ষিত নয়।জিএসটি’র কারণে ব্যবসায়ীরা সংকটে পড়েছে। বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করছেন।কিন্তু, আমাদের রাজ্যে কৃষকদের খাজনা নিই না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন