আন্তর্জাতিক ডেস্কঃ ডোকলাম ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন সম্পর্ক। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমকি-মহড়া। আর তারই জের ধরে এবার আচমকা ডোকলামের গা ঘেঁষে যুদ্ধবিমান ওড়াল ভারত। আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই ভারত যুদ্ধবিমান উড়িয়েছে। যদিও এর সঙ্গে ভারত-চীন সংঘাতের কোনো সম্পর্ক নেই বলেই জানানো হয়েছে দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে। এদিকে,চলতি বছরের জানুয়ারিতেই দেখা গেছে,বাগডোগরা এয়ারবেসে Su-30 MKI রয়েছে। এর আগে স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছিল হাসিমারায় নিয়ে যাওয়া হচ্ছে এই যুদ্ধবিমানগুলো।
ডোকলামের পরই এই যুদ্ধবিমান নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। তখনই অনুমান করা হয়েছিল,পরে হাসিমারা থেকে বাগডোগরায় নিয়ে যাওয়া হবে এই যুদ্ধবিমান। এছাড়া হাসিমারায় গত জানুয়ারিতে পাঁচটি Hawk MK 132 ট্রেনার এয়ারক্রাফট নিয়ে যাওয়া হয়েছে। Hawk-এর আশেপাশেই MIG- 27 ML দেখা গেছে। যদিও MIG- 27 -এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানানো হয়েছিল। তবে,এখনও সেখানে কয়েকটি মিগ বিমান রয়েছে বলে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে। ডোকলামের কাছের একটি এয়ারবেস হল বাগডোগরা।
মাল্টি-রোল যুদ্ধবিমানগুলো নির্ধারিত সময়ের আগেই মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এর আগে ওই এয়ারবেসে ছিল MIG-27ML বিমান। এবার তার সঙ্গে যুক্ত হল সুখোই। তবে ক্রমশ Mig বিমানগুলো নিষ্ক্রিয় করে দেওয়া হবে শীঘ্রই। যদিও পুরনো এই যুদ্ধবিমানগুলোকে দেখা যাবে এয়ারবেসেই। যদিও আগেই পশ্চিমবঙ্গের এই হাসিমারা এয়ারবেসে রাফায়েলের স্কোয়াড্রন মোতায়েন করার কথা ছিল। তবে,২০১৯-এর আগে সেই রাফায়েল এসে পৌঁছবে না বলেই অনুমান করা হচ্ছে। রাফায়েল না আসা পর্যন্ত আপাতত চীন সীমান্ত সামলাবে সুখোই বিমান।