News71.com
 International
 13 Feb 18, 11:48 AM
 115           
 0
 13 Feb 18, 11:48 AM

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে অস্ট্রেলিয়া।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে অস্ট্রেলিয়া।

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়া জাতীয়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে।গতকাল সোমবার দেশটির ফেডারেল সংসদে এ সংক্রান্ত একটি বিল উত্থাপিত হয়। এই বিলে এমপিরা সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে।সোমবার দেশটির সংসদে লেবার দলের এমপি ম্যাট থিসলেথওয়ে বিলটি উত্থাপন করেন। বিলটিতে ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের কথা উল্লেখ করা হয়। অস্ট্রেলিয়ার সামাজিক উন্নয়নে বিভিন্ন ভাষাভাষীদের অবদানের কথা উল্লেখ করেন ম্যাট।ভাষার প্রতি সম্মান প্রদর্শন ও সংরক্ষণার্থে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতীয়ভাবে পালন করার কথা উত্থাপন করেন তিনি।অস্ট্রেলিয়ার সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। একইসঙ্গে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস বর্ণনা করা হয়।প্রসঙ্গত,বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংগঠন এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি জাতীয়ভাবে পালনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন