আন্তর্জাতিক ডেস্কঃ রেললাইনে তথ্যচিত্র শুট করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই কলেজছাত্র। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল সোমবার ভারতের দমদম ও বেলঘরিয়ার মাঝের এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই ছাত্রের নাম- শৈশব দলুই (২০) ও সুনীল তাঁতি (১৯)। আহত ছাত্রের নাম সৈন্যদ্বীপ সাঁতরা (১৯)। জানা গেছে,নিহত শৈশব ও সুনীল দুইজনেই ভারতের বঙ্গবাসী কলেজের ছাত্র। সৈন্যদ্বীপ সুরেন্দ্রনাথ কলেজে পড়েন। তিনজনে মিলে একটি তথ্যচিত্র তৈরির পরিকল্পনা করছিলেন।
রেললাইনে নেমে তারই শুটিং করছিলেন তারা। মোবাইলের মাধ্যমে শুটিংয়ের সময় নিজেদের কাজে এতটাই মগ্ন ছিলেন যে খেয়ালই করেননি ওই লাইনেই প্রবল গতিতে বজবজ থেকে নৈহাটিগামী ট্রেন ছুটে আসছে। শৈশব ও সুনীলকে সরাসরি ধাক্কা মারে ট্রেনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। তবে ট্রেনের বাতাসে দূরে ছিটকে পড়েন সৈন্যদ্বীপ। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। খবর দেওয়া হয় বেলঘরিয়া জিআরপি-কে। জিআরপি-র কর্মীরা এসে দু’টি মরদেহ উদ্ধার করেন।