আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়া এয়ারওয়েজের একজন ক্রুকে ২৩ কেজি স্বর্ণসহ আটক করেছে ভারতের মুম্বাই পুলিশ। একটি পাঁচ তারকা হোটেল থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে স্বর্ণ নিয়ে যেতে আসা ইব্রাহীম আলী হোসেন (২৬) নামে একজনকেও ধরে ফেলা হয়। গতকাল সোমবার রাতে শহরের হায়াত রিজেন্সি হোটেলে প্রবেশকালে আবদুল্লাহ আলী সায়েদ (২৯) নামে ওই ক্রু মেম্বারকে আটক করা হয়। এয়ারলাইন্সের কর্মীর কাছ থেকে মুম্বাইয়ে স্বর্ণ জব্দ করার ঘটনাগুলোর মধ্যে এই চালানই এখন পর্যন্ত সবচেয়ে বড়।
জিজ্ঞাসাবাদে সায়েদ জানান,বিমানবন্দরে এয়ার ক্রুদের শরীর তল্লাশি হয় না বিধায় তিনি এই স্বর্ণগুলো চোরাচালানের জন্য নিয়ে আসেন। হোটেল থেকে আলী হোসেনের নিয়ে যাওয়ার কথা ছিল আনুমানিক মূল্য ৭ কোটি রুপির এসব স্বর্ণ। এ বিষয়ে সায়েদকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। কোমরের বেল্ট ও হাঁটুর টুপিতে (নি-ক্যাপ সাপোর্ট) লুকিয়ে আনা ১৫৬টি স্বর্ণের বিস্কুট নিয়ে হোটেলে প্রবেশকালে সায়েদের গতিবিধি সন্দেহজনক হয়। তখন আলী হোসেন তার পাশ ঘেঁষে চলছিলেন বিধায় এ সন্দেহ ঘনীভূত হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে সায়েদকে তল্লাশি করে তার কোমরের বেল্ট ও হাঁটুর টুপি থেকে এই স্বর্ণের বিস্কুটগুলো জব্দ করে।