News71.com
 International
 03 Feb 18, 12:52 PM
 117           
 0
 03 Feb 18, 12:52 PM

গর্ভপাতের নিষেধাজ্ঞা সংশোধনে গণভোটে যাচ্ছে আয়ারল্যান্ড।।

গর্ভপাতের নিষেধাজ্ঞা সংশোধনে গণভোটে যাচ্ছে আয়ারল্যান্ড।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা সংশোধনে আগামী মে মাসের শেষে গণভোটে যাচ্ছে আয়ারল্যান্ড। এর মধ্য দিয়েই গর্ভপাত নিয়ে নিষেধাজ্ঞার বিষয়ে সংবিধানের সংশোধনী বাতিল করা হবে কিনা স্পষ্ট হবে। খবরে বলা হয়েছে,বর্তমানে দেশটিতে কেবল নারীরা তখনই গর্ভপাত করাতে পারে যখন তাদের জীবন ঝুঁকিতে থাকে,তবে ধর্ষণ কিংবা অন্য কোনো কারণে গর্ভধারীরা গর্ভপাত করাতে পারে না। আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার বলেছেন,আয়ারল্যান্ডে গর্ভপাত নিষেধাজ্ঞা সংশোধনের জন্য তিনি প্রচারণা চালাবেন। আয়ারল্যান্ডে গর্ভপাতকে অবৈধ ঘোষণা করে ১৯৮৩ সালে আইন পাস হয়। দেশটির সংবিধান অনুসারে কোনো সংশোধনী গণভোটের মাধ্যমে সংশোধন করা হয়। তাই এই আইনের সংস্কর করতে গণভোটে যাচ্ছে আয়ারল্যান্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন