আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের কারাগারে বন্দি ৫১ হাজার কয়েদি পাচ্ছেন বিনামূল্যে ট্যাবলেট পিসি। তবে এর জন্য অঙ্গরাজ্য বা কেন্দ্রীয় সরকারকে কোনো ডলার খরচ করতে হবে না। নিউ ইয়র্কের কারেকশন অ্যান্ড কমিউনিটি সুপারভিশন বিভাগের সঙ্গে ‘জে পে’ নামক এক টেকনোলজি কম্পানির চুক্তির ভিত্তিতে ট্যাবলেটগুলো বিতরণ করা হবে। তবে কারা নিরাপত্তার স্বার্থে কম্পিউটারগুলো থাকবে বিশেষ নেটওয়ার্কের আওতায়।
কারেকশন অ্যান্ড কমিউনিটি সুপারভিশন বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার অ্যান্থনি আন্নুসি এই পদক্ষেপকে যুগান্তকরী অভিহিত করে বলেন,আমরা কারাগার নিরাপদ রাখার জন্য যেভাবে প্রযুক্তি ব্যবহার করছি,সেই একই নীতিতে কারাবন্দিদের সামাজিক জীবন ও বিনোদনের জন্যও প্রযুক্তির সুবিধা দেয়া হবে। বন্দিদের সামাজে পুনর্বাসনের উদ্দেশে নিউ ইয়র্কের পাশাপাশি জর্জিয়া ও কলোরাডোতেও ট্যাবলেট পিসি সরাবরাহের কাজ শুরু করেছে অঙ্গরাজ্যগুলোর কারেকশন অ্যান্ড কমিউনিটি সুপারভিশন বিভাগ।