আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ বিহারে শুক্রবার একটি চলন্ত ট্রেনের ধাক্কায় চার নারী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা এ কথা জানান। বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ১৩৪ কিমি উত্তর পশ্চিমে কাচারি স্টেশনের কাছে সিবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পাঁচ নারী ট্রেন ধরার জন্যে রেল লাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে অন্য প্রান্তে চার নারী নিহত ও অপরজন গুরুতর আহত হন।আহত ও নিহতেরা স্থানীয় এলাকার বাসিন্দা।