আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার ওয়েলকম শহরের কাছে একটি স্বর্ণখনিতে ৯৫৫ জন আটকে পড়া শ্রমিককে উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে হঠাৎ খনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সে শ্রমিকরা খনির ভেতর আটকা পড়েছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৬৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছিল। আজ শুক্রবার বাকি শ্রমিকদের উদ্ধার করা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার বেয়াট্রিক্স স্বর্ণখনিতে ৯৫০ জন শ্রমিক আটকা পড়েছিলেন। এ ব্যাপারে ওই খনি কম্পানির মুখপাত্র জেমস ওয়েলস্টেড জানান,বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রাতের শিফটে কাজ করা শ্রমিকদের খনির ভেতর থেকে বের করে নিয়ে আসা যায়নি। পরে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। কিছু শ্রমিকদের শরীরে জলশূন্যতা ও উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে। তবে তা মারাত্মক নয়।