আন্তর্জাতিক ডেস্কঃ কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল কাস্ত্রোর বড় ছেলে ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রো দিয়াজ বালার্ট আত্মহত্যা করেছেন।গতকাল বৃহস্পতিবার তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। দিয়াজ বালার্ট দীর্ঘদিন অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে। সেই অবসাদ থেকে এই আত্মহত্যার পথ তিনি বেছে নেন বলে অনেকের ধারণা করা হচ্ছে।খবরে বলা হয়েছে, অবসাদের কারণে দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন দিয়াজ। স্থানীয় সময়ানুসারে গতকাল বৃহস্পতিবার ভোরে আত্মহত্যা করেন তিনি।