News71.com
 International
 26 Apr 16, 12:51 PM
 561           
 0
 26 Apr 16, 12:51 PM

কানাডীয় জন রিডসডেলকে জিম্মির পর মুক্তিপণ দাবি এবং হত্যা ।।

কানাডীয় জন রিডসডেলকে জিম্মির পর মুক্তিপণ দাবি এবং হত্যা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ জন রিডসডেল (৬৮) নামে এক কানাডীয় জিম্মিকে ফিলিপাইনের জঙ্গিরা হত্যা করেছে। ওই ব্যক্তিসহ আরও ৩ জনকে গত সেপ্টেম্বর মাসে একটি পর্যটন রিসোর্ট থেকে ধরে নিয়ে যায় জঙ্গি গোষ্ঠী আবু সায়াফ। পরে তাদের জিম্মি করে মুক্তিপণ চাওয়া হয়। মুক্তপণ না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।

গতবছর দাভাও শহরের কাছে একটি ছোট নৌকা থেকে জনসহ আরো দুই কানাডীয়কে অপহরণ করে জঙ্গি গোষ্ঠী আবু সায়াফ। তাদেরকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের জোলো দ্বীপে নিয়ে যাওয়া হয়। নভেম্বরে জঙ্গিরা একটি ভিডিও প্রকাশ করে। সেখানে বন্দীদের মুক্তির বিনিময়ে ৮০ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দেওয়া না হলে সবাইকে হত্যা করার হুমকিও দেওয়া হয়।

উল্লেখ্য, গতকাল ফিলিপাইনের প্রত্যন্ত একটি দ্বীপ থেকে জনের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যার কথা নিশ্চিত করেছেন। তিনি একে ‘ঠাণ্ডা মাথায় খুন’ বলে উল্লেখ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন