News71.com
 International
 02 Feb 18, 12:19 PM
 169           
 0
 02 Feb 18, 12:19 PM

চীনকে চাপে রাখতেই অরুণাচল প্রদেশে ১৩,৭০০ ফুট টানেল তৈরি করবে ভারত

চীনকে চাপে রাখতেই অরুণাচল প্রদেশে ১৩,৭০০ ফুট টানেল তৈরি করবে ভারত


আন্তর্জাতিক ডেস্কঃ চীনকে পাল্টা জবাব দিতে এবং তাওয়াংয়ে দ্রুত সেনা পাঠাতে এবার চীন সীমান্তে অরুণাচল প্রদেশে ১৩,৭০০ফিট টানেল তৈরির পরিকল্পনা নিয়েছে ভারত সরকার৷এই টানেলটি সেনা পাস দিয়ে যাবে বলে কেন্দ্রের বাজেট পেশের সময় ঘোষণা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷দেশের সামরিক ক্ষেত্রে যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করে তোলার দিকে আরও বেশি করে নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি৷

অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, রোটাং টানেল থেকে জোজিলা পাসের টানেলের প্রসঙ্গও উঠে আসে এই বক্তব্যের মাঝেই৷এর পাশাপাশি সেলা পাসের হতে চলা টানেলও যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভবিষ্যতে তারও আভাস পাওয়া যায় তাঁর ঘোষণা থেকে৷মূলত ইন্দো-চীন সীমান্তে চীন বাড়বাড়ন্তই যেন এই টানেল তৈরির পিছনে প্রধান কারণ বলে মনে করছে একাংশ৷ এই সেলা পাস অরুণাচল প্রদেশের তাওয়াং এবং পশ্চিম কামেং-এর মাঝামাঝি স্থানে অবস্থিত৷পাকিস্থান সীমান্ত থেকে চীন সীমান্তে ভারতের নজরদারির স্থানান্তরকরণের সময় এসে গিয়েছে বলে গত মাসেই জানিয়েছিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত৷সেনাবাহিনীও সীমান্তে সেইভাবেই প্রস্তুত হচ্ছে বলেও জানান সেনাপ্রধান৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন