News71.com
 International
 02 Feb 18, 12:15 PM
 173           
 0
 02 Feb 18, 12:15 PM

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্তি.....

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্তি.....


আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদ সন্ত্রাসী নন বলে রায় দিয়েছে দেশটির আদালত। এরপর আরো কয়েকজন রাজনৈতিক বন্দিসহ তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। এর আগে সন্ত্রাসবাদের অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত। দেশটির বিরোধী জোট দুঃশাসন,অধিকার হরণ ও নজিরবিহীন দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে অপসারণ চেয়ে রিট করলে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এ নির্দেশ দিয়েছেন। সর্বোচ্চ আদালত বিরোধী জোটের প্রেসিডেন্টকে অপসারণের অনুরোধে সাড়া না দিয়ে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা ৯ ব্যক্তিকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। মালদ্বীপে ২০১৫ সালের দিকে রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগে দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদকে বিচারকদের আটক সম্পর্কিত সন্ত্রাসবাদের অভিযোগে কারাগারে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন