News71.com
 International
 01 Feb 18, 11:29 AM
 135           
 0
 01 Feb 18, 11:29 AM

চীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা উদ্ধার।।

চীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা উদ্ধার।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের একটি এলাকায় মাটি খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। হঠাৎ বেরিয়ে এলো বিস্ফোরক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন,এই বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। সূত্রে খবর,চীনা এলাকা থেকে গত এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার বিস্ফোরক উদ্ধার হল। ওই এলাকাতেই চলছিল বিল্ডিং নির্মাণের কাজ। বিল্ডিং নির্মাণকারীরা মাটি খুঁড়তেই বেরিয়ে এল সেই বিস্ফোরক। গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ এই বিস্ফোরক উদ্ধার হয়েছে। হংকং কনভেনশন সেন্টার অ্যান্ড এক্সহিবিশনের কাছ থেকে উদ্ধার হয়েছে এই বিস্ফোরকটি। এই বিস্ফোরকটির ওজন প্রায় ৪৫০কিলোগ্রাম। নির্মাণকারীরা এই বিস্ফোরকটি পাওয়ার পরই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। তারা এসে বোমাটি নিষ্ক্রিয় করে।

জানা যাচ্ছে,প্রায় ২৪ ঘন্টা ধরে অপারেশন চালিয়ে ওই বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এখন ওই এলাকাটি একেবারেই নিরাপদ। পুলিশ সূত্রে খবর, প্রায় ৪ হাজার জনকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় দোকানপাট। ওই এলাকা থেকে যাতায়াতও বন্ধ করে দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন,বোমটি বিপজ্জনক অবস্থায় ছিল। বোমা নিষ্ক্রিয়করণের অংশটিও একেবারে ক্ষতিগ্রস্থ অবস্থায় ছিল। যার জেরে বোমাটি নিষ্ক্রিয় করতেও যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদেরকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন