News71.com
 International
 01 Feb 18, 10:54 AM
 147           
 0
 01 Feb 18, 10:54 AM

ফিলিপাইনের বিদ্রোহী নেতা রাফায়েল বেলোসিসকে আবারো গ্রেফতার ।

ফিলিপাইনের বিদ্রোহী নেতা রাফায়েল বেলোসিসকে আবারো গ্রেফতার ।


আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের বিদ্রোহী বামপন্থী নেতা রাফায়েল বেলোসিসকে আবারো গ্রেফতার করেছে পুলিশ।দশকের পর দশক ধরে চলা কমিউনিস্ট বিদ্রোহের অবসানে সরকারের উদ্যোগে শুরু করা শান্তি আলোচনায় অংশ নিতে ২০১৬ সালে এ নেতাকে মুক্তি দেয়া হয়েছিল। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানায়।রাফায়েল বেলোসিস নামের এ বিদ্রোহী নেতাকে কুইজন নগরীতে ফিলিপাইনের জাতীয় পুলিশ সদরদপ্তরে আটক রাখা হয়েছে। অপর এক পুরুষ সঙ্গীসহ তাকে বুধবার পুলিশ গ্রেফতার করে। এ সময় পুলিশ দু’টি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে শান্তি আলোচনা বাতিল করে দেয়ার পর ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব ফিলিপাইনের (এনডিএফপি) কনসালটেন্টদের মধ্যে এই প্রথম বেলোসিসকে আবারো গ্রেফতার করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন