News71.com
 International
 01 Feb 18, 01:49 AM
 117           
 0
 01 Feb 18, 01:49 AM

মেধাবীরাই যুক্তরাষ্ট্রে আসার সুযোগ পাবেন।। ট্রাম্প

মেধাবীরাই যুক্তরাষ্ট্রে আসার সুযোগ পাবেন।। ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে আর ডিভি লটারির মাধ্যমে নয়, মেধার ভিত্তিতেই অভিবাসীদের ভিসা দেওয়া হবে। মার্কিন কংগ্রেসে এই মর্মে আইন তৈরির আর্জিও জানান তিনি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এসব কথা বলেন।ট্রাম্প বলেন, সাম্প্রতিককালে নিউ ইয়র্কে দু’টি জঙ্গি হামলার পিছনে রয়েছে অভিবাসন নীতির শিথিলতা। লটারির মাধ্যমে গ্রিন কার্ড বিলি করার মতো নিয়ম রদ করার ওপর জোর দিয়েছেন তিনি। পেছনে পুরাতন অভিবাসন নীতিকে দায়ী করে তা সংস্কারে নতুন আইনের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে অভিবাসন নীতির সংস্কারের ওপরেই জোর দিলেন তিনি। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি প্রস্তাব করেন, পরিবর্তে ভিসা পেতে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতাকেই মূল মানদণ্ড হিসেবে গণ্য করার প্রস্তাব করেছেন। ট্রাম্প বলেন, মেধানির্ভর অভিবাসন নীতির পথে এগোনোর সময় এসেছে। যারা দক্ষ, কাজ করতে চান, সমাজের উন্নতিতে অবদান রাখতে চান বা আমাদের দেশের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা রয়েছে, তাদেরই স্বীকৃতি মিলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন