News71.com
 International
 01 Feb 18, 01:47 AM
 102           
 0
 01 Feb 18, 01:47 AM

জাপানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত।

জাপানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত।


আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের উত্তরাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। তবে উদ্ধার করা গেছে পাঁচজনকে।গতকাল বুধবার রাতে উত্তরাঞ্চলীয় শহর সাপোরোর তিনতলা-বিশিষ্ট বৃদ্ধাশ্রমটিতে এ অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে বের করে আনেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের পর পুরো বৃদ্ধাশ্রমটি ভস্মীভূত হয়ে গেছে।দমকলকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ওই ভবন থেকে তীব্র কালো ধোঁয়া বেরোতে দেখা যায়।এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বা কারণ সম্পর্কে জানা না গেলেও কর্মকর্তারা জানিয়েছে, প্রশাসন এ ব্যাপারে একটি কমিটি গঠন করেছে, তারা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন