News71.com
 International
 01 Feb 18, 01:45 AM
 104           
 0
 01 Feb 18, 01:45 AM

যুক্তরাষ্ট্রের হুমকিতে আটক ২৭ আফগান জঙ্গিকে ফিরিয়ে দিন পাকিস্তান।

যুক্তরাষ্ট্রের হুমকিতে আটক ২৭ আফগান জঙ্গিকে ফিরিয়ে দিন পাকিস্তান।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের হাতে মোট ২৭ জন জঙ্গিকে তুলে দিয়েছে পাকিস্তান।এই জঙ্গিরা মূলত তালিবান ও হাক্কানি নেটওয়ার্কের সদস্য।২০১৭ সালের নভেম্বর মাসেই জঙ্গিদের আফগানিস্তানের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছে পাকিস্তান।এই ইস্যুতে একাধিক টুইট করে পাক পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মহম্মদ ফইজল জানান,দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে পাকিস্তান।এই পদক্ষেপ তারই অংশ।তেহরিক-ই-তালিবান ও হাক্কানি নেটওয়ার্ক যাতে কোনভাবেই পাকিস্তানের মাটিকে ব্যবহার করে সন্ত্রাসবাদের বিস্তার ঘটাতে না পারে, তার জন্যই এই পদক্ষেপ বলে ইসলামাবাদ জানিয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে ছিলেন, পাকিস্তানের মাটি ব্যবহার করে যতদিন না জঙ্গি কার্যকলাপ বন্ধ করা হচ্ছে, ততদিন পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন।সেই চাপের কাছে নত হয়েই পাকিস্তানের এই পদক্ষেপ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।এমনকি পাকিস্তান সন্ত্রাসবাদ ইস্যুতে দ্বিচারিতা করছে বলেও সমালোচনা করা হয়। মার্কিন অনুদান বন্ধ করা হতে পারে বলেও সেদিন টুইটে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন