News71.com
 International
 01 Feb 18, 01:43 AM
 111           
 0
 01 Feb 18, 01:43 AM

নেদারল্যান্ডসের শীর্ষ তিন ব্যাংকে সাইবার হামলা।

নেদারল্যান্ডসের শীর্ষ তিন ব্যাংকে সাইবার হামলা।

আন্তর্জাতিক ডেস্কঃ নেদারল্যান্ডসের তিন শীর্ষ ব্যাংকে সাইবার হামলা।একাধিক বার সাইবার হামলার শিকার হয়েছে নেদারল্যান্ডসের তিন শীর্ষ ব্যাংক।এতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ব্লক হওয়া এবং ইন্টারনেট সেবা বন্ধসহ বেশ কিছু বিঘ্ন তৈরি হয়েছে বলে গতকাল বুধবার ব্যাংকগুলো জানায়। এ ছাড়া নেদারল্যান্ডসের আয়কর বিভাগ ডাচ্ রেভিনিউ সার্ভিস গতকাল বুধবার হামলার শিকার হয় বলে একজন মুখপাত্র জানান।যদিও কিছু সময় পর আবার সেবা শুরু করা সম্ভব হয়।গতকাল বুধবার বিকেলে ডিডিওএস নামক হামলার শিকার হয় শীর্ষ ডাচ্ ব্যাংক আইএনজি।এর পাশাপাশি ইউরোজোনের তৃতীয় বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান এবিএন অ্যামরো গত সপ্তাহে তিনবার হামলার শিকার হয়।

নেদারল্যান্ডসের দ্বিতীয় বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান র্যাবোব্যাংক গতকাল বুধবার দেখতে পায় তাদের ইন্টারনেট সেবা ভেঙে পড়েছে।প্রতিষ্ঠানটির মুখপাত্র ম্যারগো ভ্যান উইজারডেন বলেন, গতকাল বুধবার সকালে আমরা ডিডিওএস হামলা দেখতে পাই।এ সময় আমাদের গ্রাহকরা ইন্টারনেট সেবায় ঢুকতে পারছিল না, শুধু কিছুসংখ্যক অনলাইনে ঢুকতে পেরেছিল। তবে সব ব্যাংক জোর দিয়ে বলেছে, তাদের গ্রাহক সম্পর্কিত কোনো তথ্য ফাঁস হয়নি। এ নিয়ে ডাচ্ কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্লাস নট টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ব্যাংকে হামলার ঘটনা এবার প্রথম নয়। আমার নিজের প্রতিষ্ঠানেই প্রতিদিন হাজারের মতো হামলা হয়। তিনি বলেন, আমি মনে করি সাম্প্রতিক এ হামলাগুলোকে অনেক গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। যদিও আমাদের নিজেদের ওয়েবসাইটই প্রতিদিন হাজারবার হামলার শিকার হয়। এটাই ২০১৮ সালের বাস্তবতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন