আন্তর্জাতিক ডেস্কঃ ৬.২ মাত্রার এক প্রবল ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, পাকিস্তান ও ভারত।ভূমিকম্পটি সবচেয়ে জোরালোভাবে অনুভূত হয়েছে আফগানিস্তানে।আজ বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও এর পার্শ্ববর্তী এলাকা এতে প্রবলভাবে প্রকম্পিত হয়েছে বলে জানা গেছে।কাবুল থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের হিন্দুকুশ পার্বত্য এলাকায়ও এটি প্রবলভাবেই অনুভূত হয়েছে।এছাড়া শক্তিশালী এই ভূমিকম্প অনেক দূরে ভারতের রাজধানী নয়াদিল্লি ও কাশ্মীরের শ্রীনগরে জোরালোভাবেই অনুভূত হয়েছে।কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এতে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।