News71.com
 International
 31 Jan 18, 06:47 AM
 156           
 0
 31 Jan 18, 06:47 AM

মালয়েশিয়ায় হিন্দু সম্প্রদায়ের উৎসবে হাজার হাজার মানুষের ঢল

মালয়েশিয়ায় হিন্দু সম্প্রদায়ের উৎসবে হাজার হাজার মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় বার্ষিক থাইপুসাম উৎসবে আজ বুধবার হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ যোগ দিয়েছে। দেবতা মুরুগানের সম্মানে অনেকে হুক দিয়ে চামড়া বিদ্ধ করেছে।দেবতা শিবের স্ত্রী পার্বতী অসুরদের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার জন্য তার ছেলে দেবতা মুরুগানকে একটি শক্তিশালী বর্শা প্রদান করেন।উৎসবটি মূলত মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে বসবাসরত জাতিগত তামিলদের কাছেই বিশেষ গুরুত্ববহ।মালয়েশিয়ার তিন কোটি ১০ লাখ লোকের মধ্যে অধিকাংশই ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু দেশটিতে জাতিগত চীনা ও প্রায় ২০ লাখ জাতিগত ভারতীয় বাস করে।এদের অধিকাংশের পূর্বপুরুষকে দেশটির সাবেক ঔপনিবেশিক ব্রিটিশ শাসকরা শ্রমিক হিসেবে কাজ করার জন্য মালয়েশিয়ায় নিয়ে আসে।আজ বুধবার ভোরে হাজার হাজার পুণ্যার্থী রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠ বাতু কেভসে জড়ো হয়।এরা পর্বতের উপরে অবস্থিত মন্দিরের ২৭২ ধাপ সিঁড়ি বেয়ে মন্দিরে উঠে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন