News71.com
 International
 30 Jan 18, 06:46 AM
 153           
 0
 30 Jan 18, 06:46 AM

জোটবদ্ধ হতে চলেছে জঙ্গি গোষ্ঠী আইএস ও আল কায়েদা।

জোটবদ্ধ হতে চলেছে জঙ্গি গোষ্ঠী আইএস ও আল কায়েদা।

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে শক্তি খোয়ানো জঙ্গি গোষ্ঠী আইএসকে নিজেদের সংগঠনে ভেড়াতে মাঠে নামল ওসামা বিন লাদেনের হাতে গড়া আল কায়েদা।ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আফগান যুদ্ধের পর আল কায়েদার প্রভাব কমে আসায় মার্কিনিদের নেতৃত্বে ইরাক যুদ্ধ শুরু হলে উত্থান ঘটে আইএসের।দুই সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর মধ্যে বিরোধের খবর বেশ পুরনো।তবে, এই মুহূর্তে দুই শিবিরই নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে পড়ে গেছে।ফলে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে কীভাবে এক ছাতার নীচে আসা যায়, তা নিয়ে শুরু হয়েছে প্রচার।

জানা গিয়েছে, নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে খুব শীঘ্রই দুই জঙ্গি গোষ্ঠী জোটবদ্ধ হতে চলেছে।তবে কোনো পক্ষই তখন সেই খবর স্বীকার করেনি।গত আগস্টে আলজেরিয়ায় আল কায়েদা জঙ্গিরা আইএস জঙ্গিদের নিয়োগ করার কাজ শুরু করে।গত অক্টোবরে আল কায়েদার সমর্থক ইয়েমেনের একটি সংবাদমাধ্যম জানায়, অনেক আইএস জঙ্গি অনুতপ্ত হয়ে আল কায়েদায় যোগ দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন