আন্তর্জাতিক ডেস্কঃ ইঞ্জিনে যান্ত্রিক সমস্যার কারণে ক্যালিফোর্নিয়ার হাইওয়েতে জরুরি অবতরণ করেছে একটি যাত্রীবাহী বিমান। ঘটনাটি গতকাল সোমবার ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে সূত্রে জানা গেছে,বিমানের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যার কারণেই জরুরি অবতরণ করতে বাধ্য হন বিমানচালক। বিমান থেকে সমস্ত যাত্রীদের নামিয়ে আনা হয়। এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি। কোস্টা মেসা ফায়ার অ্যান্ড রেসকিউ ট্যুইটারে একটি ছবি পোস্ট করে এই বিমানটির। ট্যুইটে বলা হয়েছে,এনবি ৫৫ বিমানটির জরুরি অবতরণ করা হয় কোস্টা মেসার ৫৫ ফ্রিওয়েতে। বিমানচালকের দক্ষতায় যাত্রীরা একেবারে সুরক্ষিত রয়েছে বলে এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে।
ওই বিমানে থাকা এক যাত্রী জানিয়েছেন,সান দিয়েগো থেকে ভ্যান ন্যুইস যাচ্ছিলেন তারা। কিছুটা যাওয়ার পরই অসম্ভব ঝাঁকুনি শুরু হয় বিমানে। এসময় বিমান সেবিকাদের কথায় তারা বুঝতে পারেন বিমানের একটি ইঞ্জিন সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে বিমানচালক স্টুড জানিয়েছেন,বিমানের একটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় আর বেশি দূর যাওয়া সম্ভব ছিল না বিমানটিকে নিয়ে। তাই বাধ্য হয়ে হাইওয়েতে বিমানের অবতরণ করাতে বাধ্য হন স্টুড। তবে,পরিস্থিতি খুবই জটিল ছিল বলে জানান তিনি।