News71.com
 International
 29 Jan 18, 12:55 PM
 134           
 0
 29 Jan 18, 12:55 PM

তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।।

তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।।

নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তিন দিনের সফর শেষে আজ ঢাকা ছেড়েছেন। সকাল ৯টার দিকে তাকে বহনকারী একটি প্লেন জাকার্তার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে উইদোদোকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ শীর্ষ কর্মকর্তারা। এর আগে গত শনিবার বিকেলে ঢাকায় আসেন উইদোদো। এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গাদের দুর্দশা দেখতে যান তিনি। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর এই সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন উইদোদো। তার এ সফরকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে পাঁচটি চুক্তি-সমঝোতা। এরমধ্যে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য সুবিধা সংক্রান্ত চুক্তি ও মৎস্যসম্পদ আহরণ সংক্রান্ত বিষয়ে যৌথ সম্মতিপত্র উল্লেখযোগ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন