News71.com
 International
 28 Jan 18, 11:28 AM
 170           
 0
 28 Jan 18, 11:28 AM

মেক্সিকোতে ৭ ফুটবল সমর্থককে গুলি করে হত্যা।।

মেক্সিকোতে ৭ ফুটবল সমর্থককে গুলি করে হত্যা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফুটবল ম্যাচ দেখার সময় মেক্সিকোতে অন্তত ৭ ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবরটি জানিয়ে একটি সূত্র বলেছে,দেশটিতে দুই দশকের ম্যধ্যে হত্যাকান্ডের ঘটনা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। মন্টেরিতে এই হত্যাকান্ডের ফলে গত বছরে দেশটিতে ২৫ হাজারেরও বেশী লোক হত্যাকান্ডের শিকার হন। দেশের উত্তরপূর্ব অঞ্চলের একটি শিল্পাঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় প্রসিকিউটর অফিসের একটি সুত্র বলেন,হঠাৎ করে চার বন্দুকধারী শহরের একটি বাড়িতে প্রবেশ করে ফুটবল ম্যাচ দেখায় মগ্ন আনুমানিক ২০ দর্শককে ভয় ভিতি দেখাতে থাকে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সুত্রটি জানায়,এ সময় তারা গুলিবর্ষন শুরু করলে অনেকেই আত্মরক্ষার্থে টয়লেটে গিয়ে আশ্রয় নেয়। সাম্প্রতিক বছর গুলোতে এই শহরটি মাদক সংক্রান্ত সহিংসতায় আক্রান্ত হয়ে পড়েছে। সহিংসতা বেড়ে যাওয়ায় ২০০৬ সালে সরকার শহরটিতে একটি বিতর্কিত মাদক বিরোধী সামরিক অভিযান পরিচালনা করেছিল। তবে সেটি ব্যপক সমালোচনার মুখে পড়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন