আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফরে যাচ্ছেন।প্যালেস্টাইন, আরব আমিরশাহি ও ওমানে যাবেন তিনি। প্রথম প্রধানমন্ত্রী হিসেবে প্যালেস্টাইনের ভূখণ্ডে পা রাখবেন মোদি।দুবাইয়ে একটি সম্মেলনে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি। তাঁকে সাম্মানিক অতিথির মর্যাদা দেওয়া হয়েছে। আমিরশাহি ও ওমানে অনাবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বললেন নরেন্দ্র মোদি। ১৯৮৮ সালে প্যালেস্টাইনকে দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল ভারত।এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ওই ভূখণ্ডে পা রাখবেন। গত বছর ইসরায়েল গিয়েছিলেন মোদি। তবে পড়শি ভূখণ্ডে যাননি।কয়েকদিন আগে ৬ দিনের ভারত সফরে এসেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার আগে জাতিসংঘে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার বিপক্ষে ভোট দিয়েছিল ভারত। ফলে প্যালেস্টাইনে মোদি কী বলেন, সেদিকে নজর থাকবে গোটা বিশ্বের।