News71.com
 International
 26 Jan 18, 11:15 AM
 135           
 0
 26 Jan 18, 11:15 AM

হজ নিয়ে রাজনীতি করছে সৌদি সরকার ।।ইন্দোনেশিয়ার মুসল্লিদের অভিযোগ

হজ নিয়ে রাজনীতি করছে সৌদি সরকার ।।ইন্দোনেশিয়ার মুসল্লিদের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্কঃ হজ নিয়ে সৌদি আরব রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন ইন্দোনেশিয়ার মুসলিম যুব সম্মেলনের অয়োজকরা। মুসলিম ছাত্র ইউনিয়নের সভাপতি জিয়াদ আবদুল মালিক অভিযোগ করে বলেন,হজযাত্রী এবং ইসলামের পবিত্র স্থান ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর নিজেদের রাজনীতি চাপিয়ে দিচ্ছে সৌদি আরব। মুসলিম ছাত্র ইউনিয়ন নামের সংগঠনটি ইন্দোনেশিয়ায় মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক সম্মেলনে এ ধরনের অভিযোগ ওঠে। জিয়াদ আবদুল মালিক বলেন,আমরা ছাত্র। আর ছাত্র অনেক বিষয় নিয়েই আলোচনা করে। ২০১৭ সালে হজে কী কারণে সমস্যা হলো সে ব্যাপারেও প্রশ্ন তোলেন তিনি। অন্যান্যরাও সৌদি আরবের সমালোচনা করেছেন। এমনকি সিরিয়া, ইরান, কাতার, ইয়েমেনসহ অন্যান্য দেশের হজযাত্রীদের কেন ভোগান্তিতে পড়তে হচ্ছে সে প্রশ্নও ওঠে। জিএসএমপি সংগঠনের সেক্রেটারি বলেন,কাউকে হজে নিয়ে যাওয়ার কিংবা বিরত রাখার ক্ষমতা কেবল সৃষ্টিকর্তার রয়েছে। সৌদি আরবের নয়। হাশেম নামের একজনের দাবি,হজে যেতে ইচ্ছুক মানুষের অধিকার খর্ব করছে সৌদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন