আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নৌ সেনাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে রাশিয়া।আর সেই কারণে মার্কিন নৌবাহিনী নর্থ ক্যারোলিনার উপকূলে রাশিয়ার গোয়েন্দা জাহাজের তৎপরতার ওপর নজর রাখছে।ত্রিনিদাদ ও টোবাগো থেকে রুশ গোয়েন্দা জাহাজটি যাত্রা শুরু করার কয়েক দিনের মধ্যেই নিজের জল সীমায় আরো নজর বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।নর্থ ক্যারোলিনার উইলমিংটনের ১০০ মাইল দক্ষিণ-পূর্বে আন্তর্জাতিক জলসীমায় রুশ গোয়েন্দা জাহাজ ভিক্তর লিওনোভকে প্রথম দেখা গিয়েছিল।রুশ এ জাহাজে গোয়েন্দা তৎপরতা চালানোর উপযোগী উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি রয়েছে বলে আশঙ্কা মার্কিন নৌসেনার। এ ছাড়া, যোগাযোগ সংক্রান্ত সিগন্যালের বিরুদ্ধে আড়ি পাতার কথাও ভাবা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন,ক্যারিবিয়ানে গত সপ্তাহে এ জাহাজকে তৎপরতা চালাতে দেখা গিয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি চার থেকে ছয়মাস তৎপরতা চালাবে বলে ধারণা করা হচ্ছে।মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস কোলসহ অন্যান্য জাহাজ এর গতিবিধির ওপর নজর রাখছে বলে জানান তিনি।