News71.com
 International
 26 Jan 18, 08:21 AM
 121           
 0
 26 Jan 18, 08:21 AM

২০১৯ সাল নাগাদ নাগরিকদের ব্যক্তিগত পরিচয় শনাক্তকরণ নম্বর দেবে ভিয়েতনাম।।

২০১৯ সাল নাগাদ নাগরিকদের ব্যক্তিগত পরিচয় শনাক্তকরণ নম্বর দেবে ভিয়েতনাম।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনাম সরকার সমন্বিত জনসংখ্যা ব্যবস্থাপনার জন্য ২০১৯ সাল নাগাদ দেশের ৬৩ নগরী ও প্রদেশের সকল লোককে ব্যক্তিগত পরিচয় শনাক্তকরণ নম্বর দেবে। আজ শুক্রবার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানায়।খবরে বলা হয়, এ নম্বর হচ্ছে ১২ অংকের একটি সংখ্যা। আর এ সংখ্যার মাধ্যমেই ওই ব্যক্তির লিঙ্গ, জন্ম তারিখ ও জন্মস্থান জানা যাবে। বর্তমান পারিবারিক নিবন্ধন বইয়ের স্থলে ব্যক্তিগত পরিচয় শনাক্তকরণ নম্বর দেশটির সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে ব্যাপক পরিসরে ব্যবহার করা হবে।জন্মের পর থেকেই ভিয়েতনামের সকল নাগরিককে ব্যক্তিগত পরিচয়পত্র দেয়া হবে। তবে নাগরিকদের বয়স ১৪ বছর হলে তাদের পরিচয়পত্রে এ শনাক্তকরণ সংখ্যা লেখা থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন