আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনাম সরকার সমন্বিত জনসংখ্যা ব্যবস্থাপনার জন্য ২০১৯ সাল নাগাদ দেশের ৬৩ নগরী ও প্রদেশের সকল লোককে ব্যক্তিগত পরিচয় শনাক্তকরণ নম্বর দেবে। আজ শুক্রবার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানায়।খবরে বলা হয়, এ নম্বর হচ্ছে ১২ অংকের একটি সংখ্যা। আর এ সংখ্যার মাধ্যমেই ওই ব্যক্তির লিঙ্গ, জন্ম তারিখ ও জন্মস্থান জানা যাবে। বর্তমান পারিবারিক নিবন্ধন বইয়ের স্থলে ব্যক্তিগত পরিচয় শনাক্তকরণ নম্বর দেশটির সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে ব্যাপক পরিসরে ব্যবহার করা হবে।জন্মের পর থেকেই ভিয়েতনামের সকল নাগরিককে ব্যক্তিগত পরিচয়পত্র দেয়া হবে। তবে নাগরিকদের বয়স ১৪ বছর হলে তাদের পরিচয়পত্রে এ শনাক্তকরণ সংখ্যা লেখা থাকবে।